প্রকাশ: ১৬ জুন ২০২০, ২৩:৫৬
মহামারি করোনাভাইরাস বিপর্যস্ত পুরো বিশ্ব। আর এ মহামারিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে করোনা মহামারিতে বন্ধ আবাসিক হলে কর্মচারীদের দিয়ে ছাগল পালনের অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. আলী আজম তালুকদারের বিরুদ্ধে।
সম্প্রতি হলে ছাগল পালনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ক্যাম্পাসে সমালোচনার ঝড় ওঠে। মার্চের ২০ তারিখ থেকে বন্ধ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস বন্ধের কয়েক দিন পর শহীদ সালাম-বরকত হলটি সিলগালা করেন হলটির প্রভোস্ট অধ্যাপক আলী আজম তালুকদার।