আসন্ন জাতীয় বাজেট অধিবেশন উপলক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ও সংসদ সচিবালয় কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল। জাতীয় সংসদ সচিবালয়ে দুপুর ১২টায় মন্ত্রিসভার বিশেষ এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান মন্ত্রিসভায় ৪৭ জন সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ ১১ মন্ত্রীকে এ বিশেষ বৈঠকে ডাকা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সিনিয়র সচিব/সচিব উপস্থিত থাকবেন। সেভাবেই প্রস্ততি নিচ্ছে সংসদ সচিবালয়।
দেশে করোনাভাইরাস মহামারির কারণে বাজেট অধিবেশনও সীমিত পরিসরে হচ্ছে আগামী ১১ জুন। এজন্য মন্ত্রিসভার বৈঠকেও সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি।এদিকে আগামী ২০২০-২০২১ অর্থবছরে জাতীয় সংসদ বরাদ্দ পাচ্ছে ৩৩২ কোটি ১৫ লাখ টাকা। সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এ বরাদ্দ অনুমোদন দেওয়া হবে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।