প্রকাশ: ৬ জুন ২০২০, ০:৩৬
নরসিংদীর পলাশে করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণপরিবহনে নিয়ন্ত্রিত পরিসরে যাত্রী পরিবহন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাট-বাজার ও প্রধান সড়ক গুলোতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের নেতৃত্বে ও বাংলাদেশ সেনা বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সামাজিক দূরত্ব না মানায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক পাঁচটি মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা যায়।