প্রকাশ: ৫ জুন ২০২০, ২১:১১
দিনে দিনে করোনার ভয়াবহতা বাড়লেও শুক্রবার থেকে বাজারে মানুষে মানুষে গায়ে গা লাগানো ভিড়।লকডাউন তুলে নেয়ার পর গ্রামের মানুষের মধ্যে করোনা আতংক অনেকটা কমে গেছে।
স্বাস্থ্যবিধি রক্ষা হচ্ছে না মোটেই। ক্রেতা ও বিক্রেতা কেউই সচেতন নন। মানুষের স্বাভাবিক চলাফেরায় ও হ্যান্ড ওয়াস, মাস্ক ব্যবহার করা হচ্ছে না। হাটবাজার ও পয়েন্টের চায়ের দোকান গুলোতে। চা পানের পাশাপাশি ব্রেঞ্চে বসে আড্ডা দিতে দেখা গেছে লোকজনদের। কাস্টমারেরা বিড়ি-সিগারেট, পান ও অন্যান্য খাবার খাচ্ছেন নোংরা পরিবেশে বসে। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে ফাঁকে ফাঁকে থেকে চলাচল করা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি না মানায় করোনা ভাইরাসের সংক্রমণে ঝুঁকিও বাড়ছে।
সরাইল উপজেলার সদর বাজার,কালিকচ্ছ বাজার, শাহবাজপুর বাজার,গ্রামের বিভিন্ন দোকানে সরেজমিনে দেখা যায়,নামেমাত্রও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এলাকার মানুষের মধ্যে করোনার ভয়াবতা থেকে রক্ষা পেতে তেমন সচেতনতা নেই। মানুষ আগের মতই চলাফেরা করছে। কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
উপজেলার সদরে মহিম, রাফি, মোবারক, করোনা রোগের আগে যেমন ছিল এখন ঠিক তেমনই মানুষের চলাফেরা। প্রশাসনের আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত বলে জানান তাঁরা।