প্রকাশ: ৪ জুন ২০২০, ০:১৫
বরিশালের হিজলা উপজেলার হরিনাপুর বাজার এবং জব্বার মেহমান কলেজের মাঝামাঝি স্থানে ইট টানা ট্রলির ধাক্কায় মহিষখোলা এলাকার মারুফা বেগম(৬০) নামে এক বয়স্ক মহিলা নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের স্বামী ছমির লটিয়া(৭০) গুরুতর আহত হয়ে হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহত ছমির লটিয়া ইনিউজ৭১কে জানান, তারা দুজন ডায়াবেটিস রোগে আক্রান্ত। তাই তারা প্রতিদিন সকালে হাটতে বেড় হন। প্রতিদিনের মতো দুজন ৪ জুন বৃহস্পতিবার সকালে হাটতে বেড় হন। সকাল সাড়ে ৬ টার দিকে হরিনাথপুর বাজার এবং জব্বার মেহমান কলেজের মাঝামাঝি সড়কের বিপরীত দিক থেকে একটি ট্রলি এসে তাদের দুজনকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়। এরপর তার আর কিছু মনে নেই। পরে তিনি জানতে পারেন তিনি হিজলা হাসপাতালে আছেন। তবে তিনি এখনো জানেন তার স্ত্রী সুস্থ আছেন। স্থানীয়দের সহায়তায় তাদের দুজনকে হিজলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ ইকরাম হোসেন মারুফা বেগমকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান ঘাতক ট্রলিটির মালিক এবং চালক হরিনাথপুর ইউনিয়নের মালেক মোল্লার ছেলে পাকির মোল্লার। স্থানীয়রা তাকে নলীম বলে ডাকে। তবে স্থানীয়রা আরো জানান নলীম সব সময় বেপরোয়াভাবে গাড়ি চালায়, কাউকেই পরোয়া করে না। তবে ট্রলিটি এখনো ঘটনার স্থানে রয়েছে এবং এর চালক পলাতক রয়েছে। ঘটনার ব্যাপারে জানতে চাইলে হরিনাথপুর ফাঁড়ি ইনচার্জ এস আই তারেক জানান লাশের সুরতহাল রিপোর্টে দেখা গিয়েছে ট্রলির ধাক্কায় রাস্তায় পরে গিয়ে নিহতের মাথা থেতলে গিয়ে মস্তিষ্ক বেড়িয়ে গিয়েছে। তবে নিহতের স্বজনরা ঢাকা থেকে এলাকায় আসলে লাশের ময়না তদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। দুর্ঘটনার কথা শুনে নিহতের বাড়িতে ছুটে যান হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম। এসময় উক্ত স্থানে উপস্থিত ছিলেন হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আঃ লতিফ খান।
ঘটনার সত্যতা স্বীকার করে হিজলা থানা অফিসার ইনচার্জ(ওসি ) অসীম কুমার সিকদার জানান ঘটনা শোনার সাথে সাথে পুলিশ দুর্ঘটনার স্থানটি পরিদর্শন করেছে। তবে মামলার ব্যাপারে নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।