করোনা ভাইরাস সংক্রমণের কারণে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার থেকে যাত্রীবাহী বাস-মিনিবাসসহ গণপরিবহন চালু হচ্ছে। শারীরিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করতে হবে এসব যানবাহনকে। এজন্য করোনাকালীন শর্তসাপেক্ষে বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বর্ণিত প্রজ্ঞাপনে উল্লিখিত ভাড়ার বিদ্যমান হারে প্রচলিত ভাড়ার চার্টে বর্ণিত ভাড়ার সঙ্গে সরকার কর্তৃক অনুমোদিত ভাড়া বৃদ্ধির হার যোগ করে নতুন ভাড়া নির্ধারিত হবে। স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে বাস/মিনিবাস পরিচালনা করতে হবে। অনুমোদিত ভাড়ার হার করোনা ভাইরাসজনিত সংকটকালের জন্য প্রযোজ্য হবে। এ সংকট দূর হলে প্রজ্ঞাপনে বিদ্যমান হারের ভাড়া পুনঃপ্রযোজ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ ভাড়ার হার আজ ১ জুন থেকে কার্যকর হবে।