প্রকাশ: ৩১ মে ২০২০, ২৩:১১
পিরোজপুরের কাউখালীতে বাবু লাল সমদ্দার(৫৫) নামে এক পান চাষীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে আটটার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পান বরজের পাশে ডোবা থেকে ওই পান চাষীর লাশ উদ্ধার করা হয়। সে কচা নদীতে গোসল করতে গিয়ে শনবিার দুপুর থেকে নিখোঁজ ছিলো। নিহত বাবুল লাল সমদ্দার উপজেলার বেকুটিয়া গ্রামের মৃত যতীন্দ্র নাথ সমদ্দার এর ছেলে।
প্রতিবেশীরা আজ রবিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী পান বরজের কাছে একটি ডোবায় বাবুল লালকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল হতে ওই কৃষকের লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা পানের বরজের ও ডোবার পাশে ঘূর্ণিঝড়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে সে মারা যেতে পারে।