প্রকাশ: ৩১ মে ২০২০, ১৮:৪৩
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।সুত্র জানায়, শনিবার বিকেল পৌনে ৪টারদিকে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযানে যায়। ওই সময় ৩/৪জন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তখন ধাওয়া করে বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-৮৮ এর বাসিন্দা আব্দুল হাফেজের পুত্র আসমত উল্লাহ (১৯) কে আটক করে। পরে তাঁর হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।