প্রকাশ: ৩০ মে ২০২০, ৪:৩৭
বরিশালের হিজলা উপজেলার কাইচমা এলাকায় মেঘনা নদীতে অবৈধ কারেন্টজাল দিয়ে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করেছে হিজলা নৌ-পুলিশ সদস্যরা।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন ইনিউজ৭১কে জানান, ৩০ মে শনিবার বিকেল পৌনে ৪টায় তাদের নিয়মিত টহল চলাকালিন হিজলা উপজেলার কাইচমা এলাকায় মেঘনা নদীতে অবৈধ কারেন্টজাল দিয়ে মাছ ধরা অবস্থায়, জাহাঙ্গীর এবং সালাউদ্দিন নামে দুই জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় দুই হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। তবে জাল এবং জেলে আটকের ব্যাপারে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম এবং উপজেলা মৎস্য অফিসার অনীল চন্দ্র অবগত নন বলে জানান।