প্রকাশ: ৩০ মে ২০২০, ০:৪৫
পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে শিক্ষিকাসহ দুই নারীর শরীরে করোনা সনাক্ত হয়েছে। শনিবার দুপুরে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার। আক্রান্ত দুই নারীর মধ্যে এক জনের বাড়ী কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায়।
তিনি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অপর নারীর বাড়ী উপজেলার পূর্ব ডাবলগুঞ্জ ইউনিয়নের পূর্ব ডাবলুগঞ্জ গ্রামে। তিনি একজন গৃহিনী। আক্রান্ত দুইজনই বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ জন। এর মধ্যে একজন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুইজন বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, নতুন আক্রান্ত দুইজনই নারী। তারা দ্জুনই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাড়ি দুটি লকডাউন করা হয়েছে।