কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত আমেনা বেগম(৩৫)।সে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের দক্ষিন ক্লাসপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।এসময় স্হানীয় গ্রামবাসী ঘাতক মাইক্রোবাসটি জব্দ করতে সক্ষম হয়। শনিবার সাড়ে ৭ টার দিকে এ সড়ক দুঘর্টনা ঘটে।
জানা যায় উখিয়ার কোটবাজারের উত্তর পার্শ্বে তচ্চাখালী ব্রীজ পার হওয়ার সময় আমেনা নামের এক মহিলাকে পেছন থেকে মাইক্রোবাসটি স্বজোরে ধাক্কা দেয়। সাধারণ পথচারীরা গুরুত্বর আহত আমেনা বেগম কে উদ্ধার করে উখিয়ার কোটবাজার লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে আসেন।
পরে চিকিৎসাধীন অবস্হায় তাঁর মৃত্যু হয়।এ ব্যাপারে উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।