প্রকাশ: ২৯ মে ২০২০, ১৭:৪৫
ঈদ উদযাপন শেষে সকাল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। শুক্রবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের বিভিন্ন ফেরিঘাটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত এসব যাত্রীর চাপ বৃদ্ধি পায়। তবে গণপরিবহন না থাকার কারণে বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের দৌলতদিয়া প্রান্তে আসতে হয় বলে অভিযোগ করেন যাত্রীরা।
গতকাল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাতটি ফেরি চলাচল করলেও আজ সকাল থেকে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ থাকার কারণে নয়টি ফেরি চলাচল করছে। বিকালে যাত্রীর সাথে পণ্যবাহী পরিবহন যুক্ত হবার কারণে ফেরি বৃদ্ধি করা হবে।দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল মুন্নাফ বলেন, দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে। নৌ পুলিশ করোনাভাইরাসের সংক্রমণ রক্ষায় সচেতনতার পাশাপাশি ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।