প্রকাশ: ২৯ মে ২০২০, ১৭:১১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল এলাকায় গরিব ও দুস্থ মানুষদের জন্য বরাদ্দকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি ধরের ২১ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নে নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে ২১ বস্তা সরকারি চাল উদ্ধার করে সরাইল থানা পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান,
রাত সাড়ে ৮টার দিকে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পাকশিমুল বাজার সংলগ্ন নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও আজিজুর রহমানের বাড়ি থেকে ২১ বস্তা সরকারি চাল জব্দ করেন। এসব চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সীল যুক্ত সহ প্রতিটি বস্তায় লেখা রয়েছে "শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।" এসময় পুলিশ অভিযানে পাকশিমুল বাজার এলাকায় একটি রাইছ মিলে এবং একটি 'স' (করাত) মিলে আরও কয়েক বস্তা সরকারি চাল পাওয়া যায়
। কিন্তু রাতে মিল দুটিতে লোকজন না থাকায় পুলিশ এ চালের বস্তাগুলো জব্দ করেনি। এ ব্যাপারে জানতে চাইলে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান চাল জব্দ করার কথা স্বীকার করে বলেন, পাকশিমুল বাজার সংলগ্ন নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে ২১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা বলেন, রাতে গোপন সূত্রে খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠালে এসব চালের বস্তা উদ্ধার হয়। চালগুলো নিয়মমাফিক দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। চাল পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।