সরাইলে নারীসহ করোনায় আক্রান্ত আরও ২

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ২৭শে মে ২০২০ ০৮:১৭ অপরাহ্ন
সরাইলে নারীসহ করোনায় আক্রান্ত আরও ২

ব্রাক্ষণবাড়িয়া সরাইলে আবারও নতুন করে নারীসহ ২ জনের শরীরে কভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার নিজ সরাইল গ্রামের এক পুরুষ ওএক নারী  নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।

এদিকে নিজসরাইল গ্রামের একজন নারী- পুরুষ  পুনরায় নেয়া নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। উল্লেখ– এই উপজেলায় এর পূর্বে ৬ জনের শরীরে কভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে, যাদের মধ্যে এক নারী সুস্থ হয়ে বাড়িতে আছেন।  আক্রান্ত বাকিরা সবাই বাড়িতে সামাজিক ও পারিবারিক দূরত্ব বজায় রেখেই চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।স

রাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া একজন নারী একজন পুরুষের  আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই উপজেলাবাসীর জন্য এটা দুঃসংবাদ। আমাদের সকলকে ঈদুল ফিতরের এই সময়ে আরও বেশি সচেতন হতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব