প্রকাশ: ২৬ মে ২০২০, ১৬:৪৭
খোলামাঠ বা উম্মুক্ত স্থানে নয়, এ বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদে।করোনায় স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করেছেন সরাইলউপজেলার সদরে উচালিয়া পাড়ার ১০ টি মসজিদে।করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ ঠেকাতে মসজিদে ঈদ জামাত আয়োজনের ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বেশ কিছু শর্ত দিয়ে গত ১৪ মে (বৃহস্পতিবার) এ সংক্রান্ত আদেশ জারি করে ধর্ম মন্ত্রণালয়।আজ সোমবার (২৫ মে) স্বাস্হ্যবিধি মেনে উপজেলায় ঈদুল ফিতর শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
কিন্তু বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়ানো করোনা ভাইরাসের কারণে এবার ঈদের পরিবেশ ভিন্ন। সকাল সাড়ে আটায় উপজেলার উচালিয়া পাড়ার ১০ টি মসজিদে একসাথে শারীরিক দুরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্টিত হয়েছে। উচালিয়া পাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের পেশঈমাম হাফেজ মোঃ হাফিজ উদ্দিন ঈদের জামাত শেষে সকল মুসল্লিদের কে নিয়ে। দেশ ও জাতির শান্তি, কল্যাণ কামনা করে, মহান আল্লাহর নিকট করোনা থেকে মুক্তির প্রার্থনা করেন।
ইনিউজ ৭১/ জি.হা