আজ মঙ্গলবার থেকে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও প্রেসক্লাবের যৌথ আয়োজনে ব্রাকের সহায়তায় গত রোববার বসানো হয়েছে করোনাভাইরাসের (কোভিড-১৯) স্যাম্পল কালেকশান সেন্টার। মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে এর কার্যক্রম।
এখানে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত (আগে থেকে নিবন্ধিত সদস্যদের) স্যাম্পল/নমুনা সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে।
ডিইউজে ও জাতীয় প্রেসক্লাবের সদস্য এবং তাদের স্ত্রী/স্বামী ও সন্তানরা এই সেবা গ্রহণ করতে পারবেন। আগ্রহীদের আগেই নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্যে নিম্নোক্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।