সরাইলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ১৮ই মে ২০২০ ০৭:৫০ অপরাহ্ন
সরাইলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল বাজারে  সরকারি নির্দেশ অমান্য করে কাপড়,কসমেটিকস ও জুতার দোকান খোলা রেখে ক্রয় বিক্রয় করায়  ক্রেতা-বিক্রেতাকে অর্থদণ্ড ও দোকান সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার ( ১৭ মে) রবিবার  উপজেলার অরুয়াইল বাজারে  সরকারি নির্দেশ অমান্য করে কাপড়, কসমেটিকস ও জুতার দোকান খোলা রেখে ক্রয় বিক্রয় করায়  ক্রেতা- বিক্রেতাকে ৯৭ হাজার ৬৯০ টাকা  জরিমানা করেন,ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ফারজানা প্রিয়াঙ্কা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা এসিল্যান্ড ফারজানা প্রিয়াঙ্কা জানান, সরাইল উপজেলার অরুয়াইল বাজারে  দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে ২১ টি মামলায় অভিযুক্তদের ৯৭ হাজার ৬৯০ টাকা জরিমানা করা হয়েছে।

দোকানগুলোতে ১২ থেকে ১৪ জন মহিলা ছোট শিশুসহ একই দোকানে গণজমায়েত সৃষ্টি করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছেন যা দোকান মালিকরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। ফলে আজ অরুয়াইল বাজারে প্রায় ২৫০টি দোকান সীলগালা করে দেয়া হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব