প্রকাশ: ১৬ মে ২০২০, ২২:৪
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি ব্যক্তিগত তহবিল থেকে করোনার কারণে হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্রসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। শনিবার সকালে তিনি উপজেলার পক্ষিয়া ও টবগী ইউনিয়নের ১০০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন।
ওই সময় আলী আজম মুকুল এমপি বলেন, এ বৈশ্বিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন এবং সাহসিকতার সাথে বাস্তবায়ন করছেন তা বিশ্বের বিরল। বিদ্যমান করোনা ও ক্ষুধার যুদ্ধে চাই সম্মিলিত যুদ্ধ। সবার অংশগ্রহণ ছাড়া সরকারের পক্ষে এ যুদ্ধে জয়ী হওয়া সম্ভব না। এ লক্ষ্যে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
ওই সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ইউএনও (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাগর হাওলাদার, টবগী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান চৌধুরী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাল ,আলু, চিনি, ছোলা, চিড়া, দুধ, খেজুর ও সেমাই মিলিয়ে একটি প্যাকেজ প্রতিজন পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।