শিল্পঅঞ্চল সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বাড়ি ভাড়া ৪০ শতাংশ কমাতে আহবান জানায় প্রশাসনসহ শ্রমিক সংগঠনগুলো। এই আহবানে সাড়া দিয়ে তিনটি বাড়ির ভাড়া মওকুফ করলেন আশুলিয়ার ব্যবসায়ী রুবেল আহমেদ।মঙ্গলবার (০৮ মে) রাতে আশুলিয়ার জামগড়া এলাকার তিন বাড়িতে বসবাসরত পোশাকে শ্রমিক ভারাটিয়াদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেন তিনি৷
ব্যবসায়ী রুবেল আহমেদ বলেন, যেহতু সাভার ও আশুলিয়া পোশাক শিল্প অঞ্চল। এখানে অনেক পোশাক শ্রমিকের বসবাস। সে দিক থেকে বিবেচনা করে দেশে করোনা ভাইরাসের মধ্যে ভাড়াটিয়াদের ঈদের উপহার হিসেবে এপ্রিল মাসের বাড়ি ভাড়া ৪০ শতাংশ মওকুফ করা হয়েছে। আর এই মুহূর্তে শ্রমিক ভাড়াটিয়াদের কাছ থেকে সম্পূর্ণ ভাড়া আদায় করাটা অমানবিক। কারণ শ্রমিকরা ৬৫ শতাংশ বেতন পাচ্ছেন।
তিনি আরও বলেন, আমার দু'টি ও স্ত্রীর একটি বাড়ি মিলে মাসে প্রায় দুই লাখ টাকার মতো ভাড়া ওঠে। প্রশাসনের আহবানে ও শ্রমিকদের কথা চিন্তা করে আমি এ সিদ্ধান্ত নিয়েছি৷ আমি মনে করি এই দূর্যোগ মুহুর্তে আমি সবাইকে শ্রমিকদের পাশে থাকা প্রয়োজন। এর আগে, শুক্রবার (০৬ মে) পোশাক শ্রমিকদের ৪০ শতাংশ বাসা ভাড়া কমাতে বাড়িওয়ালাদের প্রতি আহবান জানিয়েছেন শিল্প পুলিশ-১।