প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ২২:১৯
মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা অসহায়দের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন, বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ।
১৯ এপ্রিল রবিবার সকাল ১০ টায় বড়জালিয়া ইউনিয়নের ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডের ১২০ জন অসহায় পরিবারের সদস্যদের হাতে এই উপহার সামগ্রী তুলে দিয়েছেন তিনি। তার এই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, ২ কেজি আলু , ৫ শত গ্রাম ডাল, ১ কেজি লবণ ও ১টি সাবান।
তিনটি ওয়ার্ডে ভিন্ন ভিন্ন স্থানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি তিনি করোনা সম্পর্কে তাদের ধারণা দেন এবং সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ প্রদান করেন।