নরসিংদীতে করোনায় নতুন করে আক্রান্ত ১২, মোট ১০৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৮ই এপ্রিল ২০২০ ১০:৪৩ অপরাহ্ন
নরসিংদীতে করোনায় নতুন করে আক্রান্ত ১২, মোট ১০৪

ইতোমধ্যে নরসিংদী জেলায় মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়েই চলছে।বিগত ২৪ ঘন্টায় নরসিংদী জেলায় নতুন করে আরো ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ারর সংবাদ পাওয়া গেছে।নতুন আক্রান্ত ১২ জনসহ নরসিংদী জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা এখন ১০৪ জন।আক্রান্তদের মধ্যে দুই জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।নতুন আক্রান্তদের মাঝে শিবপুরের ৫ জন,রায়পুরা উপজেলার ৫ জন ও পলাশের দুই জন।নরসিংদী সদর উপজেলায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডাঃ ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়,নরসিংদী জেলায় এ পর্যন্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকল্প কর্মকর্তা, সাংবাদিক,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী,ইউপি চেয়ারম্যান ও শিশুসহ ১০৪ জন নোবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার ৪২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্য থেকে নতুন করে ১২ জনের রিপোর্ট পজেটিভ আসে।সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী,নরসিংদী সদর উপজেলায় মোট ৪৮ জন, রায়পুরায় ১৮ জন,পলাশে ৫ জন,শিবপুরে ১৭ জন,বেলাবতে ১১ জন ও মনোহরদীতে ৫ জন আক্রান্ত হয়েছে।এদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ১ জন ও পলাশ উপজেলার ১ জন সুস্থ হয়েছেন।

নরসিংদী জেলায় এ পর্যন্ত ৪০৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়।যার মধ্য থেকে এ পর্যন্ত ১০৪ জনের রিপোর্ট পজেটিভ আসে।আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে (করোনা হাসপাতাল) স্থাপিত আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।এছাড়া নতুন আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং তাদের বাধ্যতামূলক ভাবে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সোমবার নরসিংদী জেলার পলাশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেন নরসিংদী জেলা প্রশাসন।গত ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করেন জেলা সিভিল সার্জন অফিস।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব