বাউফলে সরকারি চাউল ঘরে রাখায় মহিলা মেম্বারের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৫ই এপ্রিল ২০২০ ০৮:৫২ অপরাহ্ন
বাউফলে সরকারি চাউল ঘরে রাখায় মহিলা মেম্বারের কারাদণ্ড

পটুয়াখালীর বাউফল কেশবপুর ইউনিয়নের এক মহিলা ইউপি সদস্যের বাড়িতে সরকারি বরাদ্দের চাউল রাখার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার উপজেলার কেশবপুর ইউনিয়নে এঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট মহিউদ্দিন খান লাভলু জানান, করোনা উপলক্ষ্যে প্রাপ্ত জিআর তহবিলের ৪ মেট্টিকটন চাউল তালিকা মোতাবেক বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশনা দেন। সে মোতাবেক আজ বুধবার সকালে ওই চাউল বাড়ি বাড়ি পৌঁছে দেবেন- এমন শর্তে সকল মেম্বারদের মাঝে ৩০ কেজি ওজনের সাড়ে সাত বস্তা করে চাউল ভাগ করে দেয়া হয়েছে। প্রত্যেক মেম্বার ২৫ জন হত দরিদ্র পরিবারের বাড়ি ওই চাউল পৌঁছে দেয়ার কথা।

অভিযুক্ত কেশবপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য লিপি আক্তারের স্বজনরা জানান, নির্দেশনা মোতাবেক চাউল নিয়ে বাড়ি বাড়ি বন্টন করে বাকী ৪বস্তা চাউল বিকেলে অন্যান্যদের বাড়ি পৌঁছে দেবেন বলে বাড়ি নিয়ে আসেন। বাড়ি চাউল নিয়ে আসায় প্রতিপক্ষের লোকজন শক্রতা করে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে সহকারি কমিশনার (ভূমি) মো. আনিছুর রহমান বালী  ঘটনাস্থলে গিয়ে ৪বস্তা চাউলসহ ইউপি সদস্য লিপি আক্তারকে আটক করে বাউফল নিয়ে আসেন এবং পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে বিনাশ্রম এক মাসের জেল হাজত দেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব