প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ২৩:১৯
ভয়ংকর করোনা মহামারি ঠেকাতে ব্যাক্তিগত সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে অন্নদা স্কুল মাঠে বসানো হয়েছে কাচাঁবাজার।বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে প্রশাসনের সহযোগিতায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বসিয়েছে কাঁচাবাজারসহ অন্যান্য দোকানপাট। মাঠে কাঁচা তরকারি বাজার প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলমান থাকবে। বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ছয় ফুট পর পর বসছে বাজার।
সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ বলেন, প্রশাসনের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। করোনা প্রতিরোধে আমরা এখন ভিড় এড়িয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে কম সময়ের মধ্যে দৈনন্দিন বাজার কাজ করে ঘরে নিরাপদে থাকব।
সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো জানান, উপজেলায় সকলের উপস্হিতিতে বাজার কমিটির সাথে আলোচনা করে, সকাল ও বিকাল বজার স্হানান্তরের সিদ্ধান্ত হয়। প্রয়োজন মত সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাটা করতে লোকদজনের অনুরোধ করেন এ কর্মকর্তা।
সরাইল উপজেলা নিবার্হী অফিসার এ এস এম মোসাসকালে অন্নদা মাঠে বাজার পরিদর্শন কালে এ প্রতিনিধিকে বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসমাগ এড়িয়ে চলতে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কাল সারাদিন মাইকিং করা হয়েছে।
তিনি এ সময় আরোও বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসমাগ মের ভিড় এড়াতে লোকজনকে এ বাজারে এসে কেনাকাটা করতে আহ্বান করেন। তবে উপজেলার কালিকচ্ছ, শাহবাজপুর, চৃন্টাও অরুয়াইল বাজারকে খালি মাঠে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান।