প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ৮:১৮
করোনা উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার খাজানগরে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরে ওই নারীকে খাজানগর গ্রামের কবরস্থানে দাফন করতে গেলে স্থানীয় লোকজন বাধা দেন।
স্থানীয়দের হামলায় মো. ফারুক হোসেন নামে নবীনগর থানার এক পুলিশ কনস্টেবল আহত হন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ওই নারী শনিবার দুপুরে মারা যান। জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
এ বিষয়ে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধা করোনায় আক্রান্ত ছিলো কিনা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।