প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ৪:১৭
কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকা রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় অবিস্ফোরিত তিনটি স্থল মাইন উদ্ধার করেছে। এসময় এক যুবককে আটক করে বিজিবি।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, উখিয়ার রাজাপালং এলাকা থেকে মাইন সাদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। আটক মোঃ আমির বহনকারী ছিলেন। জিজ্ঞাসাবাদের পর এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।