উখিয়ায় পুকুরের পাড় ধসে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১১ই এপ্রিল ২০২০ ০৯:২০ অপরাহ্ন
উখিয়ায় পুকুরের পাড় ধসে নিহত ১

কক্সবাজারের উখিয়া রত্নাপালংয়ের তেলিপাড়ায় পুকুরের গ্রেড ওয়াল নির্মানকাজে মাটি শাহজাহান(২২) নামের এক ব্যক্তি  নিহত হয়েছে বলে দাবী স্থানীয়দের।এতে ৭জন আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।নিহত শাহজাহান আহত ৭ জনের মধ্যে রশিদ আহমদের পুত্র।খবর পেয়ে ঘটনাস্থলে উখিয়া ফায়ার সার্ভিস সিভিল টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা ১ জনকে নিহত এবং বা ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে।

আহতরা হলেন রশিদ আহমদ (৫৫), ছৈয়দ আহমদ (৪০), শফি(৪০), শাহ আলম(১৮) আরিফ (৩০), নুরুল আলম (৩৫) ও আব্দুল্লাহ(৩০) ৭ জনভ তেলিপাড়ার স্থানীয় বাসিন্দা। তাঁরা মাঝি সফিউল আলমের শ্রমিক বলে জানান শফিউল আলম নিজেই।শনিবার (১১ এপ্রিল) ৪টায় তেলিপাড়া বায়তুন নুর হাকীম আলী চৌধুরী জামে মসজিদের পুকুরের গ্রেড ওয়াল নির্মাণকালে এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী, উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু, রত্নাপালং ইউপির চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী উপস্থিত হন।ইউএনও নিকারুজ্জামান জানান, গ্রেড ওয়াল নির্মাণে ৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। ১ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ৭ জন তাদের বাড়িতে চলে গেছেন।হাসপাতালে প্রেরণ করা ব্যক্তির সর্বশেষ অবস্থা পরে জেনে জানানো হবে বলে জানান ইউএনও।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব