প্রত্যাহার করা হলো হোটেল-রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০৯:৩৭ পূর্বাহ্ন
প্রত্যাহার করা হলো হোটেল-রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত

মহামারি আকারে ধারন করা করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল হোটেল-রেস্তোরাঁ বন্ধেত সিদ্ধান্ত নিলেও তা অনিবার্য কারণে প্রত্যাহার করা হয়েছে।এমনটাই জানান বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদি হোটেল-রেস্তোরাঁ বন্ধ করা হয় তা পরবর্তীতে জানানো হবে।

এর আগে, দেশের শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে ওষুধ ও খাবার সামগ্রী বিক্রি হয় এমন কোনও বাজার,দোকান বা মার্কেট এ সিদ্ধান্তের আওতায় পরবে না বলে জানান তারা।এই দিকে, করোনা পরিস্থিতি মোকাবেলায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে, এমন অবস্থায় শুধু পুলিশ ও হাসপাতালের সেবা চলমান থাকবে।সোমবার (২৩ মার্চ) বিকালে সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ঘোষনা দেন।

ইনিউজ ৭১/ জি.হা