সরাইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ৮ই মার্চ ২০১৯ ১০:০৯ অপরাহ্ন
সরাইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বর্ণাঢ্য আয়োজনে  আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।শুক্রবার (৮ মার্চ) সকালে সরাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে আর্ন্তজাতিক নারী দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসার নের্তৃত্বে র‌্যালিতে স্কুলের শিক্ষার্থী,বিভিন্ন  শ্রেণি-পেশা ও বিপুল সংখক নারী সদস্যরা অংশ নেন।

দিনটি কেন্দ্র করে  নারী দিবসের প্রতিপাদ্য ও নারী বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়। সরাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ ফাতেমা বেগমের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের অায়োজনে সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অার্ন্তজাতিক নারীদিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, বিশেষ অতিথি ছিলেন, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অাইয়ুব খান, সরাইল প্রেস ক্লাবের সভাপতি  মোঃ বদর উদ্দিন বদু, সরাইল রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাজিদ গাজী ও মোঃ শরিফ উদ্দন এর পরিচালনায়  নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব