ভিপি প্রার্থী লিটন নন্দীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১১ই মার্চ ২০১৯ ১২:৩৩ অপরাহ্ন
ভিপি প্রার্থী লিটন নন্দীর উপর হামলা

ডাকসু নির্বাচনে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর যৌথ প্যানেল থেকে ভিপি প্রার্থী লিটন নন্দীর উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের পরিদর্শন শেষে বের হওয়ার সময় এ হামলা হয় বলে জানা গেছে। এর আগে লিটন নন্দী জানান, সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন এতে করে বোঝা যাচ্ছে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তবে ভোটের গতির প্রক্রিয়া অত্যাস্ত ধীর। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।

তিনি বলেন, আমরা কিছু অনিয়মের খবর পেয়েছি তবে যেগুলো এখনও বলার মত নয়। প্রসঙ্গত, সোমবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ২৮ বছর পর হওয়া এই নির্বাচনে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলবে বেলা ২টা পর্যন্ত।

ইনিউজ ৭১/এম.আর