শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শরীয়তপুরের সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শরীয়তপুরবাসীর পক্ষে জেলা প্রশাসক কাজী আবু তাহের সর্বপ্রথম জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর পর্যায়ক্রমে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন চত্বরে ও জেলাপরিষদ চত্বরে জাতির জনকের ম্যুরাল উদ্বোধন করা হয়। এ ছাড়াও মিলাদ, দোয়া ও কেককাটা, ১৬-১৭ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। জেলা সদর ছাড়াও অন্যান্য উপজেলাও অনুরুপ কর্মসূচী পালিত হচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।