প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১৯:৪৭
মিরপুরের রূপনগর বস্তিতে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করেছেন জনতা। বুধবার বেলা পৌনে একটার দিকে গাড়িটি ভাঙচুর করা হয়।জানা যায়, পৌনে একটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঈদগাহ মাঠ এলাকার একটি গলি দিয়ে আগুন নেভানোর কাজে অংশ নিতে আসছিল। এ সময় শতাধিক মানুষ গাড়িটিতে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়িটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও পারেনি। পরে দেরিতে আসায় তারা ক্ষুব্ধ হয়ে গাড়িটি ভাঙচুর করেছেন। পরে গাড়িটি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়।তবে এ ব্যাপারে দমকল বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।এর আগে সকাল পৌনে দশটার দিকে রূপনগর বস্তিটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।