নেছারাবাদে ইজিবাইকের চাপায় চার বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৫ অপরাহ্ন
নেছারাবাদে ইজিবাইকের চাপায় চার বছরের শিশুর মৃত্যু

নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রামে ইজিবাইকের(অটো) চাপায় পীষ্ট হয়ে রিমঝিম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের  কামারকাঠি গ্রামের মোল্লাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের লোকজন ও স্থানীয়রা রক্তাক্ত শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উপজেলা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামান্তা ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার বিরনে জানাগেছে, শিশু রিমঝিম তার বোনের  সাথে রাস্তায় হেটে যাচ্ছিল। এসময় উপজেলা থেকে সেহাঙ্গল গামী রহিম ড্রাইভারের ইজিবাইক(অটো) রং সাইডে গিয়ে পেছন থেকে শিশুটিকে চাপা দেয়। এতে শিশিুটির মাথা ও চোয়াল মারাত্মক ভাবে থেতলে যায়।শিশু রিমঝিম কামারকাঠি  (মোল্লাবাড়ী) গ্রামের মো. মোস্তফার কন্যা।  স্থানীয়রা ইজিবাইকটি আটক করেছে। চালক রহিম পালিয়ে গেছে।