গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ মন্ডলপাড়া এলাকায় শুক্রবার রাতে অতিরিক্ত নেশা জাতীয় এলকোহল পাণে বিপ্লব হোসেন মন্ডল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বিপ্লব হোসেন হলো, পল্লীবিদ্যূৎ এলাকার ওয়াহাব মন্ডলের ছেলে। শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় কয়েক জন বন্ধুদের নিয়ে এলাকায় নেশা জাতীয় এলকোহল পান করে।
বিপ্লব হোসেন রাত দুইটার দিকে বাড়ী ফিরে এসে পরিবারের সদস্যদের জানায়, তাকে বন্ধুরা যেন নেশার সাথে মিশয়ে কিছু খাওয়ানো হয়েছে বলেই অজ্ঞান হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন দ্রুত শেখ ফজিলাতুননেছা কেপিজে হাসপালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কাশিমপুর থানার এসআই কামরুজ্জামান জানান, নিহত যুবক অতিরিক্ত এলকোহল পানে নিহত হয়েছে বলে জানা গেছে। তবে নিহত ফজিতুলনেছা কেপিজে হাসপাতাল থেকে যুবকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।