প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ৪:৩৫
af sf saf sf sdf s sf
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার ২৭৪টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে বরাদ্দের এই তালিকা ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। কারণ, ২০টি সংসদীয় আসনের মধ্যে মাত্র তিনটি আসন—ঢাকা-০৯, ঢাকা-১০ এবং ঢাকা-১১—অন্তর্ভুক্ত এলাকায় ২৭৩টি প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ১৯টি আসনের জন্য কার্যত কোনো বরাদ্দই নেই। বিবিসি বাংলার বিশ্লেষণে দেখা যায়, বরাদ্দ পাওয়া
জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, “শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার। এ বিষয়ে সম্ভাব্য সকল কূটনৈতিক ও আইনি
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় চার দিনের গুরুত্বপূর্ণ সফরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) পৌঁছাচ্ছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ নির্বাচন-পূর্ব সময়ে বাংলাদেশে রাজনৈতিক সংলাপ, শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কমনওয়েলথ জানিয়েছে, মহাসচিব তার সফরে বিভিন্ন রাষ্ট্রীয় ও রাজনৈতিক অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করবেন। অন্তর্বর্তী
সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে গণভোট (রেফারেন্ডাম) আয়োজনের জন্য বর্তমানে কোনো সুনির্দিষ্ট আইন নেই। গণভোট আয়োজনের আগে অবশ্যই একটি আইন তৈরি করতে হবে। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সিইসি এ কথা বলেন। সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে গণভোটের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন তোলেন। সিইসি বলেন,