প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ৪:৩৫
af sf saf sf sdf s sf
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ আশ্বাস দেন। ব্রিফিং শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ভোটার নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, গত ১৯ নভেম্বর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে শুরু হওয়া নিবন্ধন প্রক্রিয়ায় ইতোমধ্যে চার লাখ ৮৪ হাজারের বেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এই কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ইসির ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল
চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, দীর্ঘ তদন্ত শেষে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ মামলায় সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা
সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানোর বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন শহরে হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ এবং ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ আয়োজন করা হচ্ছে। একইসঙ্গে
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র (আইভেক)-এর কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে নিয়মিত সময় অনুযায়ী ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এর আগে বুধবার ঢাকায় ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য