সোনাগাজীর ইউপি সদস্য আরু মেম্বারকে ডাকাতি মামলায় গ্রেফতার করেছে পিবিআই। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী উপজেলার আমিন উদ্দিন মুন্সির বাজার এলাকা থেকে ডাকাতি মামলায় আবদুল বারেক ওরফে আরু মিয়াকে (৪৮) গ্রেফতার করা হয়।তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৫ নম্বর ওয়াডের্র ইউপি সদস্য। পুলিশ বলছে, তিনি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি ওই এলাকার মধ্যম আহম্মদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আমিন উদ্দিন মুন্সির বাজার এলাকা থেকে আবদুল বারেক আরু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ডাকাতি মামলাসহ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানার একাধিক কর্মকর্তা বলেন, সেনা কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ড. সিএস করিমের বাড়িসহ একাধিক ডাকাতির ঘটনার মামলায় গ্রেফতার ডাকাতদের আদালতে দেয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে আওয়ামী লীগ নেতা আরু মিয়ার নাম ওঠে আসে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।জেলা পুলিশের একটি সূত্র জানায়, সম্প্রতি এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়া এবং সে সব ঘটনায় সম্পৃক্ততা থাকায় আবদুল বারেক আরু মিয়াকে গ্রেফতার করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।