রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা হানিফ পাঠান

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ২৯শে জানুয়ারী ২০২০ ০৮:৩০ অপরাহ্ন
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা হানিফ পাঠান

সরাইল উপজেলার সদর ইউনিয়নের পাঠান পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ পাঠান মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ছয়টায়  মৃত্যুবরণ করেন। আজ বুধবার বাদ যোহর বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ পাঠানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উক্ত রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার এএসএম মোছা

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা,সরাইল উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার মোঃ ইসমত আলী, উপজেলা ডিপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ ও সরাইল থানা পুলিশের চৌকস সদস্যবৃন্দ। আলীনগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর পুলিশের চৌকস দল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোছাএর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জানাযা নামাজ পড়িয়ে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে,তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব