বোরহানউদ্দিনে উৎসবমুখর স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৫শে জানুয়ারী ২০২০ ০৯:১৫ অপরাহ্ন
বোরহানউদ্দিনে উৎসবমুখর স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন

ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় স্কুল ক্যাম্পাসে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। স্কুল ক্যাম্পাসে প্রতিদ্বন্ধি প্রার্থীদের বাহারি পোষ্টার লক্স্য করা গেছে।  স্কুলের ৮ শত ৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬ শত ৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগম জানান, ক্যাবিনেট নির্বাচনে দশম শ্রেণির শিক্ষার্থী জেমিমা ইকবাল  দোহা নির্বাচন কমিশনার, একই ক্লাশের ইসরাত জাহান রিনতি প্রিজাইডিং অফিসার, নাফিজা জাহান, শুকায়েলা বেগম, শামিয়া নাজনীন, শাহার হাসান ও নবম শ্রেণির সানজিদা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। 

এছাড়া উপজেলার বেশ কয়েকটি স্কুল ও মাদ্রাসায় স্কুল ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব