একের পর এক রেল দুর্ঘটনা অনুসন্ধানে আজ মঙ্গলবার ময়মনসিংহে আসছে বিভাগীয় ঊর্ধ্বতন দল। রেলওয়ে স্টেশনমাস্টার আবদুর রশিদ জানান, ঢাকা থেকে টিম রওনা দিয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করবে তারা। এর আগে জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যাত্রীবাহী জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে শম্ভুগঞ্জ রেলস্টেশনে লাইনচ্যুত হয়। ময়মনসিংহের শম্ভুগঞ্জ উপজেলায় দুর্ঘটনাকবলিত ইঞ্জিন রাত ৮টায় উদ্ধার শেষে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তবে ৫ দিনে চার ট্রেন দুর্ঘটনার কারণে রেলওয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় গৌরীপুর রেলওয়ে জংশনে আটকে থাকা আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ময়মনসিংহের উদ্দেশে ৮টা ১৭ মিনিটে, ঢাকাগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ৮টা ৩২ মিনিটে, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ঈশাখাঁ এক্সপ্রেস রাত ৯টায় ছেড়ে যায়। গৌরীপুর রেলওয়ে জংশনের কেবিন মাস্টার মহিদুর রহমান জানান, রাত ৮টা ৫ মিনিটে শম্ভুগঞ্জে রেলপথ স্বাভাবিক হওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, নেত্রকোনা জেলার জারিয়া থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা লোকাল ট্রেনটি ময়মনসিংহ যাচ্ছিল। সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে স্টেশন ছাড়ার পর পরই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ময়মনসিংহ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী সুকুমার বিশ্বাস জানান, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন রাত ৮টার দিকে উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।
এদিকে গৌরীপুর রেলওয়ে জংশনে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস বুধবার রাত ৯টা ৫০ মিনিটে, জামালপুরের তারাকান্দিগামী সারবোঝাই মালবাহী ট্রেনের বগি শুক্রবার সন্ধ্যা ৫টা ২০ মিনিটে লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনের বগি উদ্ধার করতে এসে উদ্ধারকারী রিলিফ ট্রেনের টুলস ইঞ্জিনও ওই দিন রাত ১০টা ৩০ মিনিটে লাইনচ্যুত হয়। আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধানে রেলওয়ের পরিবহন কর্মকর্তা রেজাউল করিমকে প্রধান করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কমিটির অপর সদস্যরা হলেন সিগন্যাল বিভাগের কর্মকর্তা সানোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী সুকুমার রায় এবং এএমআই কর্মকর্তা সাজিদ হাসান নির্জন। এ কমিটি শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে। শনিবার ঢাকায় তলব করেন গৌরীপুর রেলওয়ের সিএসএম আবদুল কাদির, পয়েন্টম্যান ইসমাইল হোসেন ও সিগন্যাল খালাসী জেসমুন আরিফ তৌফিককে। তবে দুর্ঘটনার কারণ খুঁজে পায়নি। আজ অনুসন্ধানে আসবে বিভাগীয় ঊর্ধ্বতন টিম। রেলওয়ে স্টেশনমাস্টার আবদুর রশিদ জানান, ঢাকা থেকে টিম রওনা দিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।