ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসি জানায়, কুয়াশায় কোনো কিছু দৃশ্যমান না হওয়ায় শুক্রবার রাত থেকে সব ফেরি বন্ধ করে দেওয়া হয়। শুধু ফেরি নয়, বন্ধ রয়েছে লঞ্চও। নৌযান চলাচল বিঘ্নিত হওয়ার কারণে ঘাটে আটকা পড়েছে অনেক যানবাহন।
বিআইডব্লিউটিসি আরও জানায়, কুয়াশা কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দিয়ে ফেরি চলাচল আবার শুরু হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।