কাউখালীতে ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে নারী-পুরুষের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ০২:৩১ অপরাহ্ন
কাউখালীতে ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে নারী-পুরুষের উপচে পড়া ভিড়

দেশের বাজারে লাগামহীন পেঁয়াজের ঝাঁজে কিছুটা সস্তি ফিরেছে পিরোজপুরের কাউখালী উপজেলায়। সরকারি বিপণন সংস্থা (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) টিবিসি’র উদ্যোগে সারাদেশেরমত পিরোজপুরের কাউখালীতে মাত্র ৪৫টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ কার্যক্রম শুরু হয়। পেঁয়াজের দাম অতিরিক্ত বাড়ার পর এই প্রথম এ উপজেলায় সরকারিভাবে পেঁয়াজ বিক্রি শুরু।

যেখানে বর্তমান বাজার মূল্য ২২০-২০০ আর টিবিসি’র উদ্যোগে সেই পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি করায় নারী-পুরুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে টিবিসি’র কর্মকর্তারা জানান, সবার চাহিদা ৪-৫ কেজি হলেও সরকারি নিয়মে প্রতি জন ০২ কেজি করে সর্বচ্চ কিনতে পারবেন। ৬টন পেঁয়াজ বিক্রি করা হবে। 

ইনিউজ ৭১/এম.আর