ফেনীর ফুলগাজীতে বন্ধুর ছুরিকাঘাতে মাসুদ রানা (২২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযুক্ত জসিমকে বৃহস্পতিবার সকালে ফুলগাজীর দরবারপুর থেকে আটক করেছে। নিহত জসিম আমজাদহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে মাসুদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধু জসিম। কোন বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জসিম তার হাতে থাকা ছুরি দিয়ে মাসুদের ঘাড়ে আঘাত করে। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাজমুল হাসান সাম্মি জানান, ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।