গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বাদাম এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইইনিট।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এ আগুন লাগার ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টঙ্গীর বাদাম এলাকায় একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসসহ আশপাশের ১১টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।