
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০১৯, ২৩:২৫

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। প্রতিবন্ধিদের অংশগ্রহনে বৃহস্পতিবার সকালে ২১ তম জাতীয় প্রতিবন্ধি দিবস উপলক্ষে উপজেলা সদরে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলার পরিষদ চত্তরে বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। তিনি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধিরা আমাদের সমাজের বোঝা নয়। তাদের ভালোভাবে যত্ন নিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আমাদের দায়িত্ব।
প্রশিক্ষনের মাধ্যমে তাদের তৈরী করতে পারলে তারাও হতে রাস্ট্রের সম্পদ। তাই প্রতিবন্ধিদের স্বাভাবিক মানুষের মত জীবন যাপন করার পরিবেশ তৈরি করে তাদের পড়াশোনা করার ব্যবস্থা করে কাজ করার সুযোগ করে দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিস সহকারী আবুল হোসেন।

ইনিউজ ৭১/এম.আর