কলাপাড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই ডিসেম্বর ২০১৯ ০৩:৪৫ অপরাহ্ন
কলাপাড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত

“অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান প্রমুখ। এসময় কলাপাড়া উপজেলার সকল প্রতিবন্ধিসহ সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধিদের ঘৃনা নয়,তারা সমাজের বোঝা নয়, তাদেরকে ভালোবাসতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ন এবং ভালো পদক্ষেপ নিয়েছেন। এছাড়া এই উপজেলার প্রতিবন্ধিদের সমাজে প্রতিষ্ঠা করার লক্ষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক মঞ্চ নাটকের আয়োজন করা হয়।