
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০১৯, ২১:৪১

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মোল্লা বাজারে পাবলিক টয়লেট রয়েছে মাত্র একটি। সেটারও অবস্থা বেহাল। ফলে জরাজীর্ন পাবলিক টয়লেট নিয়ে ভোগান্তিতে পড়েছে বাজার সংশ্লিষ্ট কয়েক হাজার মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, পাবলিক টয়লেট না থাকায় লোকজন মসজিদের আশে পাশে এসে প্রসাব করে ও ময়লা ফেলে। দূর্গন্ধের কারণে মানুষ মসজিদে আসতে চায় না। বাজারের কয়েকজন দোকানী জানান, ৫ থেকে ৬ টা টয়লেট থাকলে নোংরা পরিবেশ থাকত না। এখন টয়লেটের জন্য বাজারের ব্যবসায়ীদের মহাবিপদে পড়তে হচ্ছে। মোল্লা বাজার কমিটির সভাপতি মোতালেব হাওলাদার জানান, সরকারী ভাবে প্রতি বছর এবাজারটি ইজারা হয়। প্রতি বছর এখানকার দোকানীরা খাজনা দেয়। কিন্তু এখানে কোন স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট না থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় দোকানীদের।ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.বি.এম আবদুল মান্নান জানান, মোল্লার বাজার ও মসজিদের জন্য যে পাবলিক টয়লেট ছিল তা ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে পুরাতন পাবলিক টয়লেট মেরামত করে ব্যবহারের উপযোগী করার পাশাপাশি নতুন পাবলিক টয়লেট নির্মাণের ব্যবস্থা গ্রহন করা হবে।