
প্রকাশ: ৪ ডিসেম্বর ২০১৯, ৩:৪৫

কারো কাছে হাসির পাত্র, কারো কাছে বিদ ঘুটে, কারো কাছে আবার ছাগল কান ওয়ালা মানুষ। সহপাঠীদের কাছে আবার ভংয়কর এক মানুষ।এসব শুনতে শুনতেই বিশাল আকৃতির কান নিয়ে বেড়ে উঠেছে বিরল রোগে আক্রান্ত্র শাহজালাল।
উপজেলার দক্ষিন খাপড়াভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র শাহজালাল(১১)। স্থানীয় চা দোকানী শাহজাহান মুন্সীর ছোট পুত্র। দীর্ঘদিন ধরে কানের অজ্ঞাত রোগে ভুগছে। ফলে বন্ধ হয়ে গেছে বিদ্যালয়ের পাঠদান। এক বোন ও তিন ভাইয়ের মধ্যে সবার ছোট সে। জন্মের কিছুদিন পরই এ বিরল রোগে আক্রান্ত হয়। প্রথমে কানের উপরে ছোট একটি গোটার মতো ছিলো। পরে আস্তে আস্তে বড় হয়ে কানসহ ঝুলে পরছে। পাঁচ বছর বয়সের সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসকরা অপারেশন শুরু করেছিলেন কিন্তু অতিরিক্ত রক্ত ক্ষরনে বন্ধ করে দেয়া হয় অপারেশন। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। টাকার অভাবে তা আর হয়ে ওঠেনি। বর্তমানে শাহজালালের চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকা। তাই শাহজালালের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানসহ সরকারের কাছে সহযোগীতা কামনা করেছে তার পরিবার।

শাহজালালের বাবা শাহজাহান জানান, শাহজালাল স্কুলে যেতে চায় না। স্কুলে গেলে অন্য শিশুরা ভয় পায়। আবার কেউ কেউ বাজে মন্তব্য করে। স্কুলে দিয়ে আসলে কতক্ষণ পরে আবার চলে আসে। তিনি সবাইকে ছেলের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানান। শাহজালালকে সহযোগিতা করতে এই নম্বরে (০১৭৪৬-৬৬৮১১৭) যোগাযোগ করা যাবে।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক চিনময় হাওলাদার জানান, মূলত রোগ নির্নন করে ভাল চিকিৎসা করালে শাহজালাল সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব