পটুয়াখালীর কলাপাড়ায় দেয় লক্ষ মিটার কারেন্ট জালসহ চল্লিশ কেজি ঝাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাট নৌ-পুলিশ। শুক্রবার সারাদিন বারবনাবাদ নদী সহ পাশর্^বর্তীতে নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
পুলিশ জানায়, কুয়াকটা নৌ-পুলিশের এসআই কামরুজ্জানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। পরে সন্ধ্যায় কলাপাড়া হেলিপ্যাড ময়দানে এসব জাল পুড়িয়ে ফেলা হয় ও ঝাটকা ইলিশ বিভিন্ন মাদ্রসার ছাত্রদের মাঝে বিলিয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনুপ দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস বলেন, দেড় মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ঝাটকা মাছ এতিম ছাত্রদের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।