
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ১৯:৫০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। তবে দেশের কয়েক জেলায় আজও বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে সিরাজগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাস চলছে না।
সিরাজগঞ্জ
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ শহিদ আলম জানান, মহাসড়কে গতকাল রাতে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে কিন্তু আজ সকাল থেকে খুব কম সংখ্যক বাস ও ট্রাক চলাচল করছে। সিরাজগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাহী সদস্য রোমান আহম্মেদ জানান, সিরাজগঞ্জের বাস মালিকরা বাস চালানোর জন্য শ্রমিকদের অনুরোধ করেছে কিন্তু তারা তাদের দাবী না মানা পর্যন্ত বাস চালাবে না বলে আমাদের জানিয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জ জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী বলেন, আজ ও কাল আমাদের ঢাকায় এ বিষয়ে মিটিং আছে সেখানে যে সিদ্ধান্ত হবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
ঝিনাইদহ
খুলনা
নড়াইল

চুয়াডাঙ্গা
মেহেরপুর
ইনিউজ ৭১/এম.আর