বরিশালের আগৈলঝাড়ায় বুদ্ধি প্রতিবন্ধি শিশু ধর্ষণ মামলার এক ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এজাহারের বরাত দিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের লিটুু মোল্লার ছেলে শ্রমিক রনি মোল্লা (২১) সোমবার দুপুরে বুদ্ধি প্রতিবন্ধি ১২ বছরের ওই শিশুকে তার নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। ওই সময় দরিদ্র পিতার বুদ্ধি প্রতিবন্ধি শিশুটি অন্যান্য মেয়েদের সাথে বাড়ির উঠানে খেলছিল।
ধর্ষণের সময় শিশুর ডাক চিৎকারে তার খেলার সাথী ও বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষক রনি মোল্লা পালিয়ে যায়। এঘটনায় বুধবার বিকেলে ধর্ষিতা শিশুর বাবা রনি মোল্লাকে আসামী করে থানায় মামলা দায়ের করেন, নং-১৩(২০.১১.১৯)।
মামলা দায়েরের এক ঘন্টার মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) নকীব আকরাম হোসেন অভিযান চালিয়ে নিজ এলকা থেকে অভিযুক্ত ধর্ষক রনি মোল্লাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রনিকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরন করেছে পুলিশ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।