লবণের গুজব প্রতিরোধে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে নভেম্বর ২০১৯ ০১:০৬ অপরাহ্ন
লবণের গুজব প্রতিরোধে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

মাদারীপুর বনিক সমিতির উদ্দ্যোগে ইটেরপুল ক্ষুদ্র ব্যাবসায়ীদের সাথে গুজবে কান না দেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষে এক আলোচনা সভা ও মতবিনিময় সভা হয়,বুধবার সকালে ইটেরপুল টলঘরে এ আলোচনা সভা হয়। মাদারীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুইয়া বলেন লবনের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকা সত্ত্বেও এক শ্রেণির অসাদু ব্যবসায়ী ও দালাল শ্রেণীর চতুর ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য এ গুজব ছড়িয়েছে, উপজেলাবাসীকে সঠিক দামে লবন কেনার আহবান জানাচ্ছি, কেউ গুজবে কান দিবেননা, দাম বেশি চাইলে পুলিশকে তাৎক্ষনিকভাবে অবহিত করবেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক,মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাওগাতুল আলম,ইটেরপুল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি  মজিবর রহমান হাওলাদার , ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওহাব মুন্সী সহ স্থানীয় বাজারের খুচরো ব্যবসায়ীরা।

ইনিউজ ৭১/এম.আর